কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের ইফতার মাহফিল
প্রকাশ: ১৩ মার্চ, ২০২৫, ০১:১০ দুপুর
নিউজ ডেস্ক

রমাযানুল মোবারকের পবিত্র আবহে সমূদ্র তীরের নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হলো কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের ইফতার মাহফিল। জাতীয় অঙ্গনের ইসলামী ভাবধারার লেখক-সাহিত্যিকদের সম্মানে গতকাল বুধবার (১১ রমাযান, ১২ মার্চ) এ আয়োজন করা হয়।

সমূদ্র আর বরেণ্য লেখক-সাহিত্যিকদের মিলন এ ইফতার মাহফিলে যুক্ত করে নতুন মাত্রা। জাতীয়-আঞ্চলিক পর্যায়ের লেখক, সাংবাদিক, সাহিত্যিক ও নবীন লিখিয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিল হয়ে উঠে বেশ আনন্দমুখর। 

অনুষ্ঠানে মূল প্রতিপাদ্য ছিল, তাকওয়ার গুণাবলীতে বিভূষিত হয়ে দৃঢ় প্রত্যয়ের সাথে আদর্শিক ধারার লিখনী চালিয়ে যেতে হবে। সেই সাথে ঈমানি চেতনায় বলিষ্ঠ হয়ে স্বকীয় বৈশিষ্ট্যে সাহিত্য-সংস্কৃতির চর্চাকে উত্তরোত্তর বেগবান করার আহবানও জানানো হয় লেখক-সাহিত্যিকদের প্রতি। 

কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের সভাপতি মাওলানা নুরুল হক চকোরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা কাযী মোহাম্মদ এরশাদুল্লাহ।

সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, পুষ্পকলি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুেরর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রাণবন্ত এ পবিত্রায়োজনে অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সাবেক সভাপতি, বার্তা ২৪ডটকম'র সহকারী সম্পাদক মাওলানা মুফতি এনায়েতুল্লাহ, ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও লেখকপত্র সম্পাদক মাওলানা জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম বাংলা নিউজ পোর্টালের সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, ঢাকা মাদ্রাসা দারুর রাশাদের শিক্ষক মুফতি আব্দুল আজিজ কাসেমী, মাসিক নকীবের সহযোগী সম্পাদক মাওলানা সাঈদ আবরার নদভী।

এছাড়াও সংগঠনের শিক্ষা ও গবেষণা সম্পাদক মাওলানা এজাজুল করিম শফী, তরুণ লেখক এড. মাওলানা ঈসা হাসেমী, মাওলানা হাফেজ শওকত আলী, রামু লেখক ফোরাম সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমান, অর্থ সম্পাদক মাওলানা দিদারুল আলম, সাহিত্যকলি সম্পাদক মাওলানা অলি উল্লাহ আরজু, নবীন লিখিয়ে সাঈদ হোসাইন, মাওলানা মহিউদ্দিন খান,  মাওলানা হাফেজ মোরশেদ হোসাইন জমিল, তারেক আব্দুল্লাহ, হাফেজ এহসানুল হক, হাফেজ আবরারুল হক হামীম, মুহাম্মদ ইরফান প্রমুখ ব্যক্তিবর্গ আলোচনা করেন।

এমএইচ/