৮ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
০৮ মার্চ, ২০২৫, ০৪:৪৫ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা তাওবা ৯৪-১২৯ ও সূরা ইউনুস ১-১০৯ পর্যন্ত) কুরআনের প্রতিটি আয়াত মানবজীবনের জন্য দিকনির্দেশনা ও শিক্ষা বহন করে। অষ্টম তারাবির তেলাওয়াতে আমরা মুনাফিকদের কপটতা, ইসলামের জন্য প্রকৃত মুমিনদের আত্মত্যাগ, অতীত জাতিদের শিক্ষা ও কুরআনের সত্যতার বিষয়ে আলোচনা পাব। এ অংশে মুনাফিকদের ধোঁকাবাজি ও ষড়যন্ত্রের চিত্র তুলে ধরা হয়েছে, যারা মুখে ইসলাম গ্রহণ করলেও অন্তরে কুফর লালন করত। পাশাপাশি, প্রকৃত ঈমানদারদের বৈশিষ্ট্য ও তাঁদের জন্য জান্নাতের প্রতিশ্রুতির কথা এসেছে। অতীতের নূহ (আ.), মূসা (আ.) ও অন্যান্য নবীদের জাতির পরিণতি তুলে ধরে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন, যেন তারা সত্য গ্রহণ করে এবং ভ্রান্ত পথ থেকে ফিরে আসে। এই অংশে নবীজি ﷺ-কে ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা করার নির্দেশ দেওয়া হয়েছে, যা আমাদের জন্যও এক মহান শিক্ষা। আসুন, আমরা কুরআনের এই জ্ঞানের ভাণ্ডার থেকে শিক্ষা গ্রহণ করি এবং আমাদের জীবনকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করি। ১. সূরা আত-তাওবার সমাপ্তি (৯৪-১২৯) – মুনাফিকদের স্বরূপ ও তওবার গুরুত্ব মুনাফিকদের প্রতারণা ও তাদের শাস্তি (৯৩-১১০)
সত্যিকারের মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের মর্যাদা (১১১-১২১)
নবীজির ﷺ প্রতি নির্দেশ ও ইসলামের প্রতি দায়বদ্ধতা (১২২-১২৯)
২. সূরা ইউনুস (১০:১-১০৯) – তাওহীদ, নবীদের দাওয়াত ও আল্লাহর অনুগ্রহ কুরআনের সত্যতা ও তাওহীদের বার্তা (১-২০)
অতীত জাতিদের শিক্ষা ও শাস্তির বিবরণ (২১-৭০)
নবীজির ﷺ প্রতি সান্ত্বনা ও ধৈর্যের শিক্ষা (৭১-১০৯)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই তেলাওয়াতের অংশে মুনাফিকদের আসল চেহারা উন্মোচন করা হয়েছে এবং সত্যিকারের মুমিনদের গুণাবলি বর্ণনা করা হয়েছে। পাশাপাশি, কুরআনের সত্যতা, তাওহীদের গুরুত্ব ও অতীত জাতিদের ধ্বংসের ঘটনা তুলে ধরে আল্লাহ আমাদের সতর্ক করেছেন। ইসলামের পথে দৃঢ় থাকার জন্য ত্যাগ স্বীকার করা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষাগুলো হৃদয়ে ধারণ করার তাওফিক দান করুন—আমিন! লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |