৭ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
০৭ মার্চ, ২০২৫, ০৪:৫৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা আল-আনফাল ৮:৪১ – সূরা আত-তাওবা ৯:৯২ পর্যন্ত) পবিত্র কুরআনের প্রতিটি আয়াতেই রয়েছে মানুষের জন্য দিকনির্দেশনা, উপদেশ ও শিক্ষার অফুরন্ত ভাণ্ডার। সপ্তম তারাবির তেলাওয়াতে আমরা এমন কিছু আয়াত পাব, যেখানে ইসলামের শত্রুদের ষড়যন্ত্র, যুদ্ধের বিধান, মুসলমানদের বিজয়, মুনাফিকদের কপটতা এবং সত্যিকারের ঈমানদারদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। এই অংশে বদর যুদ্ধের বিজয়, গনীমতের সম্পদ বণ্টনের বিধান এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের শাস্তির ঘোষণা এসেছে। বিশেষ করে, সূরা আত-তাওবাতে মুনাফিকদের পরিচয়, তাদের প্রবঞ্চনা ও তাদের পরিণতির কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, সত্যিকারের মুমিনদের আত্মত্যাগ, তওবা ও আল্লাহর সাহায্যের প্রতি নির্ভরতার বিষয়টি গভীরভাবে আলোচিত হয়েছে। ১. সূরা আল-আনফালের সমাপ্তি (৮:৪১-৭৫) – যুদ্ধনীতি ও ইসলামের সাফল্য গনীমতের সম্পদ বণ্টনের বিধান (৪১)
বদর যুদ্ধের বিস্তৃত বিবরণ (৪২-৫১)
মুসলমানদের জন্য উপদেশ ও কাফেরদের জন্য সতর্কবাণী (৫২-৭৫)
২. সূরা আত-তাওবার প্রথম অংশ (৯:১-৯২) – তওবা, যুদ্ধনীতি ও সত্যের পরীক্ষার বর্ণনা মুশরিকদের প্রতি ঘোষণাপত্র (১-৬)
ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারি (৭-২৯)
জিহাদ ও ইসলামের রক্ষণাবেক্ষণের নির্দেশ (৩০-৪১)
মুনাফিকদের চরিত্রচিত্রণ ও তাদের প্রতারণা (৪২-৭২)
যুদ্ধের ব্যাপারে মুসলমানদের পরীক্ষা ও নবীজির দয়া (৭৩-৯৩)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই অংশে আল্লাহর সাহায্যে মুসলমানদের বিজয়ের নীতিমালা তুলে ধরা হয়েছে। এই আয়াতগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় যে, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের ধর্ম নয়; এটি ন্যায় ও সত্য প্রতিষ্ঠার একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। বদর যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে মুসলমানরা যেন আল্লাহর ওপর ভরসা রাখে, আর মুনাফিকদের চরিত্র বিশ্লেষণ করে তাদের থেকে সাবধান থাকে। পাশাপাশি, ইসলামের রক্ষার জন্য জান-মাল দিয়ে প্রস্তুত থাকা জরুরি। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের উপদেশ গ্রহণ করার, এর শিক্ষা অনুযায়ী জীবন গঠনের এবং এই শিক্ষাগুলো উপলব্ধি করে তাঁর পথে দৃঢ় থাকার তাওফিক দান করুন। আমিন। লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |