ব্যাচেলরদের নিরাপদ ঠিকানা মিরপুরে ‘দিরাসাহ ব্যাচেলর হোম’
প্রকাশ:
০৬ মার্চ, ২০২৫, ০৭:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
ধর্মপ্রাণ অনেক ব্যাচেলর থাকার মতো উপযুক্ত বাসা পান না। তাদের জন্যই নিরাপদ ঠিকানা ‘দিরাসাহ ব্যাচেলর হোম’। দ্বীনদার ব্যাচেলরদের থাকা ও খাওয়ার রুচিশীল এই ব্যবস্থাপনার আয়োজক রাজধানীর মিরপুরস্থ মারকাযুদ দিরাসাহ আল ইসলামিয়া ঢাকা। প্রতিষ্ঠানটির পূর্ব কাজীপাড়া ক্যাম্পাস ভবনে অবস্থিত নিরিবিলি পরিবেশের ‘দিরাসাহ ব্যাচেলর হোম’। স্বল্প খরচেই অধুমপায়ী ব্যাচেলররা এখানে থাকতে পারবেন। কর্মজীবী ও হোস্টেলগামীদের জন্য ধর্মীয় পরিবেশে থেকে নামায-রোযা, তাবলীগ-তা'লীম এর পাশাপাশি সুযোগ-সুবিধা মতো কোরআন-সুন্নাহ ও ইসলামিক বিভিন্ন টপিকে শিক্ষা অর্জন করার অনন্য সুযোগ। বৈশিষ্ট্যসমূহ: * খুবই কম খরচে ব্যাচেলর সীট। যোগাযোগ: দিরাসাহ ব্যাচেলর হোম ৮৮১, পূর্ব কাজীপাড়া, ঢাকা। হাআমা/ |