রসুলপুরে রমজান জুড়ে চলছে আমলী মোজাকারা
প্রকাশ: ০৬ মার্চ, ২০২৫, ০৭:৪৮ বিকাল
নিউজ ডেস্ক

মু, জাকারিয়া মাসউদ, নাটোর প্রতিনিধি :

কুতুবে আলম, শাইখুল মাশায়েখ আল্লামা আব্দুল মতিন নেছারী পীর সাহেব রসুলপুরী রহঃ। তিনি বাংলাদেশ ও ভারতের লাখো মুসলমানদের ধর্মীয় আধ্যাত্মিক নেতা হিসেবে পথনির্দেশনা দিয়ে গেছেন মৃত্যু পর্যন্ত। কুরআন হাদিসের সঠিক আলো ছড়িয়ে দিতে গড়ে তুলেছিলেন, শতাধিক দেওবন্দী ধারার শিক্ষা প্রতিষ্ঠান। জীবনের প্রথম এবং প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলেন, জামিয়া আরাবিয়া বাইতুল উলুম রসুলপুর,( রসুলপুর দাওরা হাদিস মাদরাসা) বালিয়াকান্দি, রাজবাড়ি। ইলমে শরিয়তের সাথে ইলমে তাসাউফের দীক্ষা দানে প্রতিষ্ঠা করেন খানকাহ এ নেছারীয়া। খানকাহ আবাদে একটি অরাজনৈতিক, আত্ত্বশুদ্ধীমুলক, সেচ্ছাসেবী সংগঠনও তৈরি করেন। যার নাম, বাংলাদেশ জমিয়াতুচ্ছালেকীন। 

আল্লাহর এই ওলী, দ্বীনের কাজ চলমান রেখে বিদায় নিলেন গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ ইং। রসুলপুর খোশ বাগানে মাকবারায়ে নেছারীতে তিনি শায়িত আছেন।

হযরতের ইন্তেকালের পরে সর্বসম্মতিক্রমে পরামর্শের ভিত্তিতে সংগঠন ও মাদরাসার দ্বায়িত্বপ্রাপ্ত হলেন, তাঁর আপন ছোট ভাই ও খলিফা আলহাজ্ব হযরত মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী পীর সাহেব রসুলপুরী। দায়িত্ব পাওয়ার পর থেকে হযরতের খোলাফাবৃন্দসহ সকল ভক্তবৃন্দ ও মাদরাসার ছাত্র-উস্তাদদের নিয়ে যথানিয়মে সংগঠন ও মাদরাসার কার্যাদি পরিচালনায় মগ্ন আছেন। 

এ বছর রমজান ২০২৫ ইং এর কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে মাদরাসার মুহতামীম ও সংগঠনের আমিরুল উমারা আলহাজ্ব মাওলানা শরীফ মাসুম বিল্লাহ নেছারী আওয়ার ইসলামকে বলেন, হযরতজী রহঃ থাকাকালীন যেভাবে রমজানের আমল হতো ঠিক সেই ধারাবাহিতায় এ বছরেও, সকল আমল চলমান রয়েছে। যেমন: 
(১) ৪০ দিনের চিল্লাকাশী চলছে শবে বরাতের পর থেকেই অনেক সালেকবৃন্দ উপস্থিত হয়ে জবান বন্দ করে আমলের নেসাব নিয়ে এ'তেকাফে বসে গেছেন। 

(২) রমজানের মাঝখানে মাসিক ইজতেমা ও তিনদিন ব্যাপি লেছানী এ'তেকাফ ১৪ মার্চ শুক্রবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

(৩) শেষ দশদিন সুন্নাত এ'তেকাফ ও চলবে ইনশাআল্লাহ।

(৪) পবিত্র রমজান জুড়ে চলছে কুরআন শিক্ষা ও দ্বীনী মাসায়েল শিক্ষায় ক্বারীয়ানা প্রশিক্ষণ কোর্স, যা ক্বারী বেলায়েত সাহেব রহঃ এর তরজে পরিচালিত হয়।

এসময় তিনি বলেন, আমি সকল মুসলমানদের প্রতি দাওয়াত দিচ্ছি আমাদের এই মারকাজে আমলী মজমায় শরিক হওয়ার জন্য এবং আমার শাইখ ও বড় ভাই আল্লামা রসুলপুরী রহঃ এর জন্য দোয়া চাই, যেন আল্লাহ তায়ালা তাঁর সকল দ্বীনী কাজকে কবুল করে তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমিন