৬ষ্ঠ তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম
প্রকাশ:
০৬ মার্চ, ২০২৫, ০৪:২১ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || (সূরা আরাফ ১২-২০৬ ও সূরা আনফাল ১-৪০ পর্যন্ত) পবিত্র কুরআন শুধুমাত্র ইবাদতের গ্রন্থ নয়, এটি মানবজীবনের পূর্ণাঙ্গ দিকনির্দেশনা। এতে রয়েছে ইতিহাসের শিক্ষাপ্রদ ঘটনা, ঈমান ও তাকওয়ার মূলনীতি, এবং সত্য-মিথ্যার চিরন্তন লড়াইয়ের বিবরণ। ষষ্ঠ তারাবির তেলাওয়াতে সূরা আল-আরাফ ও সূরা আল-আনফালের এক বিস্তৃত অংশ তেলাওয়াত করা হবে, যেখানে আদম (আ.) ও ইবলিসের প্রথম সংঘাত থেকে শুরু করে নবীদের সংগ্রাম, অতীত জাতিদের ধ্বংস এবং বদর যুদ্ধের বিশদ বিবরণ রয়েছে। এই আয়াতগুলো আমাদের সতর্ক করে দেয় শয়তানের ধোঁকাবাজি থেকে বাঁচতে, একইসঙ্গে আল্লাহর বিধান মেনে চলতে এবং ইসলামের পথে দৃঢ় থাকতে। বদর যুদ্ধের আলোচনার মাধ্যমে মুসলমানদের আত্মবিশ্বাস ও ঈমানের শক্তি কীভাবে আল্লাহর সাহায্যের দরজা খুলে দেয়, তা বোঝানো হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষাগুলো অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়নের তাওফিক দান করুন—আমিন! ১. সূরা আল-আরাফের মধ্যাংশ (১২-২০৬) – আদম (আ.)-এর সৃষ্টি, নবীদের সংগ্রাম ও সত্য-মিথ্যার লড়াই ইবলিসের অহংকার ও মানবজাতির পরীক্ষা (১২-২৫)
সত্য-মিথ্যার লড়াই ও বিভিন্ন জাতির পরিণতি (২৬-১৬২)
আল্লাহর অনুগ্রহ ও নির্দেশনা (১৬৩-২০৬)
২. সূরা আনফালের প্রথম অংশ (১-৪০) – বদর যুদ্ধ, ঈমানদারদের পরীক্ষা ও বিজয়ের পথ যুদ্ধের বিধান ও ইসলামের বিজয়ের নীতি (১-১৯)
মুনাফিকদের ষড়যন্ত্র ও আল্লাহর সাহায্য (২০-৪০)
মূল শিক্ষা ও বার্তা:
উপসংহার: এই অংশে ঈমানদারদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে—একদিকে শয়তানের ধোঁকাবাজি থেকে বেঁচে থাকার তাগিদ, অন্যদিকে নবীদের সংগ্রাম ও মুসলমানদের বিজয়ের জন্য দৃঢ়তা বজায় রাখার আহ্বান। বদর যুদ্ধের ঘটনাগুলো আমাদের শেখায় যে, আল্লাহর সাহায্য যার সঙ্গে থাকে, সে-ই প্রকৃত বিজয়ী। আমরা যেন এই শিক্ষা থেকে উপকৃত হয়ে আমাদের জীবন আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত করতে পারি। আমিন। লেখক : ফাযেলে দারুল উলুম দেওবন্দ ও নদওয়াতুল উলামা লাখনৌ, হাআমা/ |