ভুলে কিছু খেয়ে ফেললে কি রোজা ভেঙ্গে যাবে?
প্রকাশ:
০৫ মার্চ, ২০২৫, ০৪:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহিউদ্দীন মাআয || পবিত্র রমজান মাসে রোজার কথা স্মরণ না থাকায় অনেকে ভুলবশত পানাহার করে ফেলেন, ভুলবশত এ ধরনের পানাহার করে ফেললে রোজা ভঙ্গ হয় না। তবে তার রোজার কথা স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে এবং মুখ থেকে খাদ্য বের করে ফেলতে হবে। হযরত আবু হুরাইরা রা. থেকে বর্ণিত, রাসুল সা. বলেন, যে ব্যক্তি ভুলে আহার করল বা পান করল, সে যেন তার রোজা পূর্ণ করে। কারণ, আল্লাহই তাকে পানাহার করিয়েছেন। (সহিহ মুসলিম, হাদিস : ১/২০২) কেউ যদি অন্যকে পানাহার করতে দেখে তাহলে তাকে তৎক্ষণাৎ রোজার কথা স্মরণ করে দেওয়া উচিত। তবে পানাহারকারী দুর্বল বা বৃদ্ধ হলে তাকে বাঁধা না দিয়ে খাওয়া শেষ করতে দিতে হবে। এমএম/ |