জামায়াত আমিরের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিসের বৈঠক
প্রকাশ: ০৪ মার্চ, ২০২৫, ০৭:২১ বিকাল
নিউজ ডেস্ক

|| নাঈমুর রহমান নাঈম ||

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

আজ মঙ্গলবার ( ৪ মার্চ)  দুপুর ২টায় রাজধানীর বসুন্ধরা জামায়াত আমিরের নিজ বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মুফতী শরাফত হোসাইন ও কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান উপস্থিত ছিলেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ঐক্য ও সহযোগিতার মাধ্যমে ইসলামী রাজনীতির অগ্রগতিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সাক্ষাৎ বিষয়ে মাওলানা জালালুদ্দীন আহমদ আওয়ার ইসলামকে বলেন, এটা আমাদের সৌজন্য সাক্ষাৎ। আমরা দুই দলের নেতারা পারস্পরিক সম্পর্ক  ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করি। দেশের বর্তমান পরিস্থিতি, ইসলামী মূল্যবোধ  সংরক্ষণ এবং রাজনৈতিক সহাবস্থানের বিষয়ে মতবিনিময় করি।

তিনি জানান, এছাড়া সামনে আমাদের একটি ইফতার মাহফিল আছে, সে বিষয়ে জামায়াত আমিরকে দাওয়াত দেওয়া হয়েছে।

হাআমা/