১ম তারাবির নামাজে তিলাওয়াতের সারমর্ম (সূরা বাকারা: ১-২০৩)
প্রকাশ:
০২ মার্চ, ২০২৫, ০২:৫২ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| তাওহীদ আদনান ইয়াকুব || ১. কুরআনের পথনির্দেশ ও তিন শ্রেণির মানুষ (১-২০) আল্লাহ তাআলা কুরআনকে মুত্তাকীদের জন্য হিদায়াত হিসেবে ঘোষণা করেছেন। এখানে মানুষকে তিন ভাগে ভাগ করা হয়েছে: • মুমিন – যারা কুরআন অনুসারে চলে। ২. আদম (আ.) ও ইবলিসের কাহিনি (২১-৩৯) আল্লাহ আদম (আ.) কে সৃষ্টি করে ফেরেশতাদের তাঁকে সিজদা করতে বলেন। ইবলিস অহংকারবশত আদম (আ.)-কে সিজদা করতে অস্বীকার করে এবং সে ধিকৃত হয়। এরপর আদম (আ.) ও হাওয়াকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয় এবং আল্লাহ তাদের জন্য হিদায়াতের ব্যবস্থা করেন। ৩. বনি ইসরাইলের ইতিহাস ও তাদের অবাধ্যতা (৪০-১২৩) • আল্লাহ তাদের বহু নেয়ামত দিয়েছেন, কিন্তু তারা বারবার অবাধ্যতা করেছে। ৪. কিবলা পরিবর্তন ও মুসলিম উম্মাহর বৈশিষ্ট্য (১২৪-১৫০) • ইবরাহিম (আ.) কে পরীক্ষার কথা বলা হয়েছে, যেখানে তিনি আল্লাহর আদেশ মেনে চলেন। ৫. রোজা, দোয়া ও ইবাদতের বিধান (১৫১-১৮৭) • রমজান মাসে রোজার বিধান দেওয়া হয়েছে এবং বলা হয়েছে, এটি তাকওয়া অর্জনের একটি মাধ্যম। ৬. হজ্ব, সমাজ ও অর্থনীতির বিধান (১৮৮-২০৩) • হারাম-হালালের বিধান এসেছে। মূল বার্তা: • কুরআন হিদায়াতের আলো এবং শুধু মুত্তাকীদের জন্য উপকারী। এমএইচ/ |