রমজানে রামু রাজারকুল আজিজুল উলুম মাদরাসায় ৪ কোর্স
প্রকাশ:
২৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:২৩ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসায় মনোরম পরিবেশে ২০ দিনব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে। কোর্সগুলো চলবে ১লা রমজান থেকে ২০ রমজান পর্যন্ত। সবগুলো কোর্সে ফি রাখা হয়েছে ১০০০ টাকা কোর্সগুলো হচ্ছে- আরবী ভাষা প্রশিক্ষণ কোর্স কোর্সের বিশেষ বৈশিষ্ট্য ১। বিশুদ্ধ উচ্চারণে ও আরবীয় লাহজায় আরবী কথোপকথন শিক্ষাদান। প্রশিক্ষক মাওলানা আব্দুল আজিজ কাসেমী, সিনিয়র ওস্তাদ: মাদ্রাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা। ফুল স্পোকেন ইংলিশ কোর্স নিজস্ব বইয়ের মাধ্যমে ক্লাস নেওয়া হবে: ১। Full English Spoken Course পৃষ্ঠা: ৫০০ ক্লাস নিবেন
বাংলা সাহিত্য ও সাংবাদিকতা কোর্স প্রশিক্ষণের বিষয় সমূহ:
প্রশিক্ষক
কম্পিউটার প্রশিক্ষণ কোর্স কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে যা যা থাকছে ১। কম্পিউটারের প্রাথমিক ধারণা কোর্স শেষে Special Speech Program এবং নির্বাচিত ছাত্রদের পুরস্কার ও সকলকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানান কোর্সগুলোর আয়োজক প্রতিষ্ঠান রামু রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহসীন শরীফ। কোর্সগুলোতে সীমিত আসনে ভর্তি চলছেও বলে জানান এই মুহতামিম। এজন্য ১লা রমজানের আগেই আংশগ্রহণ নিশ্চিত করতে আহ্বান জানান তিনি। সার্বিক যোগাযোগ: ০১৮১৭-০১৯৪৬১ হাআমা/ |