আল্লাহর চারটি প্রিয় বাক্য: অর্থ ও গুরুত্ব
প্রকাশ:
২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:৩২ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
|| নাঈমুর রহমান নাঈম || মানবজীবনের প্রকৃত সাফল্য ও প্রশান্তি আল্লাহ তাআলার স্মরণে নিহিত। আর আল্লাহ তাআলার স্মরণ ও প্রশংসার গুরুত্ব অপরিসীম। আল্লাহ তাআলা তাঁর বান্দাদের জন্য কিছু বিশেষ বাক্য নির্ধারণ করেছেন, যেগুলো বলা অত্যন্ত ফজিলতপূর্ণ এবং আল্লাহর নিকট প্রিয়। যা হলো: সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহু আকবর। প্রতিটি বাক্যের গভীর অর্থ ও তাৎপর্য রয়েছে, যা একজন মুসলমানের ঈমানকে মজবুত করে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে সাহায্য করে। ১. সুবহানাল্লাহ (سُبْحَانَ اللَّهِ) ২. আলহামদুলিল্লাহ (الْحَمْدُ لِلَّهِ) ৩. লা ইলাহা ইল্লাল্লাহ (لَا إِلٰهَ إِلَّا اللَّهُ)
আল্লাহ তায়ালার এই চারটি প্রিয় বাক্য শুধু উচ্চারণের জন্য নয়, বরং এগুলো অন্তর থেকে বিশ্বাস করতে হবে এবং আমলে পরিণত করতে হবে। এটি আত্মার পরিশুদ্ধি এবং জান্নাতের পথ সুগম করার মাধ্যম। এই বাক্যগুলো বেশি বেশি পাঠ করলে আমাদের ঈমান মজবুত হয়, গুনাহ মাফ হয়, এবং জান্নাত লাভের আশা বৃদ্ধি পায়। তাই, প্রতিদিন এই মহান বাক্যগুলো বেশি বেশি বলা উচিত এবং জীবনে এর শিক্ষা অনুসরণ করা উচিত। এনআরএন/ |