রমজানের আগ মুহূর্তে নবীজী যে দোয়া বেশি বেশি পড়তেন
প্রকাশ:
২৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৫০ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
|| মুহিউদ্দীন মাআয || শাবান মাস। আরবি মাস গুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ মাস। কারণ, এই মাসের পরেই আসে পবিত্র রমজান মাস। প্রতিটি মুমিন এমাসে রমজানের আত্মিক ও বাহ্যিক প্রস্তুতি গ্রহণ করে থাকে। এছাড়াও এ মাসের অনেক আমল ও ফযীলত হাদীসে বর্ণিত হয়েছে। নবীজী সা. এ মাসে বেশি বেশি বরকত হাসিলের দোয়া করতেন। এবং রমজান মাসে উপনীত হয়ে আমল করার সুযোগ কামনা করতেন। বিশেষকরে যে দোয়া তিনি বেশি বেশি পড়তেন। اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي رَجَبٍ، وَشَعْبَانَ، وَبَلِّغْنَا رَمَضَانَ অর্থ: হে আল্লাহ! রজব মাস ও শাবান মাস আমাদের জন্য বরকতময় করুন; আমাদের রমজান নসিব করুন। (মুসনাদে আহমাদ, হাদিস : ২৫৯) এ দোআ তিনি নিজেও বেশি বেশি পড়তেন। এবং সাহাবায়ে কেরামকে বেশি বেশি পড়ার প্রতি উৎসাহ দিতেন। রাসুল সা. এর অনুসরণ করে আমরাও এই দোয়া পাঠ করতে পারি যাতে আল্লাহ তায়ালা আমাদের পবিত্র রমজান নসিব করেন এবং এই বরকতময় মাসে আমরা যেন ইবাদত করার সৌভাগ্য লাভ করতে পারি। এমএইচ/ |