কাবা প্রাঙ্গণে মাওলানা রায়হান খাইরুল্লাহর জানাজা অনুষ্ঠিত
প্রকাশ:
২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ০৬:২২ বিকাল
নিউজ ডেস্ক |
![]()
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের নামাজের পর মক্কার পবিত্র কাবা প্রাঙ্গণে লেখক অনুবাদক মাওলানা রায়হান খাইরুল্লাহ-এর জানাজা অনুষ্ঠিত হয়েছে। উমরার সফরে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তিন দিন অসুস্থ থাকার পর গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের সময় দুপুর ১টায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানাজায় তাঁর মামা,মাকতাবাতুল আযহারের সত্ত্বাধিকারী মাওলানা উবায়দুল্লাহ আজহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অনেক বাংলাদেশি উপস্থিত ছিলেন। উমরার সফরকালে তিনি তাঁর ফেসবুক পেজে একটি আবেগময় পোস্ট করেছিলেন, যেখানে তিনি লিখেছিলেন: 'মদিনা তো মদিনাই। এর কোনো তুলনা নেই। মদিনার মতো শান্তি আর কোথাও পাওয়া যায় না। সবুজ গম্বুজের কাছে এলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করে। মসজিদে নববীতে প্রবেশ করলে আর বের হতে মন চায় না। শান্তির এই নগরের বাসিন্দা বানিয়ে দিন, হে আল্লাহ!' মাওলানা রায়হান খাইরুল্লাহর সেই আকুল প্রার্থনা আল্লাহ তায়ালা কবুল করেছেন। তিনি যেন পৃথিবীর সবচেয়ে পবিত্র ভূমিতেই চিরনিদ্রায় শায়িত হতে পারেন, আল্লাহ তায়ালা তাঁকে সেই সৌভাগ্য দান করেছেন। এনআরএন/ |