মাসউদুল কাদিরের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ বাজারে
প্রকাশ:
২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
মাসউদুল কাদিরের ছোটদের সাহাবা গল্প সিরিজের চতুর্থ বই ‘মাবরুক সাহাবা’ প্রকাশিত হয়েছে।বইটি এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ হয়েছে বিশ্বকল্যাণ পাবলিকেশন্স থেকে। প্রকাশনা সংস্থাটির সত্ত্বাধিকারী মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই মাবরুক সাহাবা। শিশুদের বই। মনে নাড়া দেয়ার মতো সাহাবা গল্প দিয়ে বইটি তৈরী করেছেন শিশুসাহিত্যিক ও ছড়াশিল্পী মাসউদুল কাদির। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সাহাবাদের গল্পগুলোই এতে স্থান পেয়েছে। শিশুমনে আনন্দ দেওয়ার মতো গল্প। নবীজীর হাদিস ও সাহাবাজীবনের অনুষঙ্গ নিয়ে দারুণ মুন্সিয়ানার সঙ্গে গল্প গেঁথেছেন তিনি। ছোটদের সাহাবা সিরিজের চতুর্থ বই 'মাবরুক সাহাবা' বইয়ে নবীসঙ্গীদের ত্যাগ ও ইসলামের জন্য তাদের সাধনার কাহিনী চমৎকার চিত্রায়নও করেছেন লেখক। প্রায় দুই যুগ ধরে শিশুসাহিত্য নিয়ে কাজের অভিজ্ঞতার ঝলক আছে বইটিতে। তিনি নীরবে-নিভৃতে কাজ করে যাচ্ছেন। বাজারে শিশুসাহিত্যের বিরাট ঘাটতি কিছুটা হলেও ছোটদের সাহাবা সিরিজ মেটাবে। আমি বইটির উত্তরোত্তর সমৃদ্ধি ও বহুল প্রচার কামনা করছি। বইটি পাওয়া যাবে একুশে বইমেলার বিশ্বকল্যাণ পাবলিকেশন্সের ৫০৭ নং স্টলে। এছাড়াও রকমারিসহ সব অনলাইন শপ থেকেও বইটি সংগ্রহ করা যাবে। মাবরুক সাহাবা মাসউদুল কাদির ধরন : সাহাবা গল্প (ছোটদের সাহাবা সিরিজ-৪) |