আসামির স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে থানা থেকে উধাও প্রতারক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৩৭ রাত
নিউজ ডেস্ক

চট্টগ্রামে থানা কম্পাউন্ডের ভেতর থেকে এক আসামির স্ত্রীর ভ্যানিটি ব্যাগ নিয়ে উধাও হয়ে গেছেন এক প্রতারক। আজ রবিবার(২৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরের খুলশী থানায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী নারী রেশমি আক্তার আজ বিকেলে খুলশী থানার সামনে গণমাধ্যমকে বলেন, তিন মাস আগে খুলশী থানার একটি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন তার স্বামী মো. ইউসুফ। আজ মামলার হাজিরার দিনে তার স্বামীকে আদালতে হাজির করা হয় কারাগার থেকে। স্বামীর সঙ্গে আদালতে দেখা হওয়ার পর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে এক ব্যক্তি তার সঙ্গে কথা বলেন।
 

ওই ব্যক্তি বলেন, ডিএনএ প্রতিবেদনে তাঁর স্বামীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি। প্রতিবেদনটির জন্য রেশমি আক্তার, তাঁর স্বামীর বড় বোনকে নিয়ে ওই প্রতারকের সঙ্গে খুলশী থানায় যান। সেখানে ওই প্রতারক রেশমিকে থানা কম্পাউন্ডের ভেতর কর্তব্যরত অফিসারের কক্ষের সামনে থাকা চেয়ারে বসিয়ে রাখেন। বেলা তিনটার দিকে রেশমি ও তার স্বামীর বোন বাসা থেকে নিয়ে আসা খাবার খান ওই চেয়ারে বসে। পরে চেয়ারে ভ্যানিটি ব্যাগ রেখে থানার নিচতলায় হাত ধুতে যান তাঁরা। এরই ফাঁকে চেয়ারে থাকা ব্যাগটি নিয়ে উধাও হয়ে যান ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তি।

রেশমি আক্তার আরও বলেন, ব্যাগের ভেতর তার ১৫ হাজার টাকা, জাতীয় পরিচয়পত্র ও দুটি মুঠোফোন ছিল। রেশমির দাবি, তার স্বামীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এ কারণে ডিএনএ প্রতিবেদনে কিছু পাওয়া যায়নি বলায় তার বিশ্বাস হয়েছে। তাই ডিবি পরিচয় দেওয়া ব্যক্তির সঙ্গে থানা যান।

এপ্রসঙ্গে জানতে চাইলে খুলশী থানার এসআই নুরুল ইসলাম সন্ধ্যায় সংবাদ মাধ্যমকে বলেন, থানায় থাকা সিসি ক্যামেরায় দেখা গেছে, এক ব্যক্তি ওই নারীর ভ্যানিটি ব্যাগ নিয়ে পালিয়ে যাচ্ছে। এবং ওই ব্যক্তিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।

এনআরএন/