সিলেট মহানগর জমিয়তের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ
প্রকাশ:
২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:১৭ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল ২২ ফেব্রুয়ারী শনিবার বাদ এশা নগরীর ধোপাদিঘিপারস্থ একটি সেন্টারে নবনির্বাচিত কমিটির সভাপতি মাওলানা মুখলিসুর রহমান এর সভাপতিত্বে ও নবনির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরীর পরিচালনায় শপথ গ্রহণ অনুষ্ঠিত হয় । নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মুহতারাম সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ সভাপতি ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা শেখ মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর সাবেক সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, সিলেট জেলা উত্তর শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউর রহমান,জেলা উত্তর শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা নূর আহমদ কাসেমী সহ প্রমুখ। এমএইচ/ |