শবে বরাতে সালাতুত তাসবিহ পড়বেন যেভাবে
প্রকাশ:
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:০৫ রাত
নিউজ ডেস্ক |
![]()
নাঈমুর রহমান নাঈম ইসলাম ধর্মে একটি গুরুত্বপূর্ণ রাত হলো শবে বরাত। হিজরি শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে পালিত মুসলিমদের গুরুত্বপূর্ণ রাত এটি। এ রাতকে বলা হয় ‘লাইলাতুল বরাত’ বা মুক্তির রাত। রবের সন্তুষ্টির অর্জন ও তার নৈকট্য লাভের এক উত্তম মাধ্যম। বান্দা নিজের গুনাহ ও ভুল-ত্রুটির জন্য এ রাতে অনুতপ্ত হয় এবং সারারাত কাটে নফল নামাজে, কুরআন তেলাওয়াতে, দুয়া-জিকির ও আল্লার দরবারে রোনাজারিতে । তবে যে ইবাদাতগুলো গুনাহ মাফের জন্য অধিক কার্যকর তার মধ্যে অন্যতম একটি ইবাদত হলো-সালাতুত তাসবিহ। রাসুলুল্লাহ (সা.) তার চাচা আব্বাস (রা.)-কে এ নামাজ শিখিয়েছিলেন এবং বলেছেন: ‘হে আব্বাস! হে চাচা! আমি তোমাকে এক আমল শিখিয়ে দিচ্ছি। যদি তা করো, তাহলে আল্লাহ তোমার প্রথম ও শেষ, নতুন ও পুরাতন, ভুলক্রমে ও ইচ্ছাকৃতভাবে করা সব গুনাহ মাফ করে দেবেন।’ (আবু দাউদ: ১২৯৭, তিরমিজি: ৪৮১) এবং রাসুল (সা.) আরো বলেছেন, এই নামাজ যেকোনো সময় পড়া যায়, তবে যদি প্রতিদিন পড়তে না পারো, তাহলে প্রতি সপ্তাহে একবার, সেটা না পারলে মাসে একবার, সেটা না পারলে বছরে একবার, তাও সম্ভব না হলে জীবনে একবার পড়ো। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম: এই নামাজ চার রাকাত।প্রতি রাকাতে সূরা ফাতিহা ও অন্য একটি সূরা পড়তে হয় ও নামাজে মোট ৩০০ বার তাসবিহ পড়তে হয়। তাসবিহ: سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرْ উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়াল হামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। অর্থ: আল্লাহ কত পবিত্র, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ সবচেয়ে বড়। প্রতিটি রাকাতে তাসবিহ পড়ার নিয়ম: ১. সানা (সুবহানাকা..) পড়ার পর— ১৫ বার ২. সূরা ফাতিহা ও অন্য সুরূ পড়ার পর— ১০ বার ৩. রুকুতে (সুবহানা রব্বিয়াল আজিম পড়ার পর)— ১০ বার ৪. রুকু থেকে ওঠার পর (সামি’আল্লাহু...রাব্বানা লাকাল হামদ বলার পর)— ১০ বার ৫. সিজদার মধ্যে (সুবহানা রব্বিয়াল আ’লা পড়ার পর)— ১০ বার ৬. সিজদা থেকে ওঠার পর (জালসায়)— ১০ বার ৭. দ্বিতীয় সিজদার মধ্যে— ১০ বার এভাবে প্রতিটি রাকাতে মোট ৭৫ বার তাসবিহ পড়তে হয়। চার রাকাত শেষে মোট ৩০০ বার তাসবিহ পড়া সম্পন্ন হয়। সালাতুত তাসবিহ একটি গুরুত্বপূর্ণ নফল নামাজ, যা গুনাহ মাফের জন্য বিশেষ ফজিলতপূর্ণ। এটি শবে বরাতসহ অন্যান্য ফজিলতপূর্ণ সময়ে আদায় করা উত্তম। উল্লেখ্য, সালাতুত তাসবিহ বছরের যে কোনো সময় পড়া যাবে। হাআমা/ |