কিশোরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালিত
প্রকাশ:
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৯:৪৯ রাত
নিউজ ডেস্ক |
![]()
কিশোরগঞ্জ শহর প্রতিনিধি : কিশোরগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংবাদিক সমাবেশ ও জুলাই বিপ্লবে আহত সাংবাদিকদের স্বীকৃতি স্বরূপ সম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে শহরের আখড়া বাজার ব্রিজ সংলগ্ন নরসুন্দা চত্বরে এসব কর্মসূচির আয়োজন করা হয়। জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের সভাপতি সাংবাদিক শফিক কবীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামাতের আমির অধ্যাপক মো: রমজান আলী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলার অন্যতম ছাত্রনেতা আশরাফ আলী সোহান বক্তব্যে বলেন, আমাদের জুলাই আন্দোলনকে গণমানুষের কাছে পৌছে দিয়েছে সাংবাদিকরাই। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের আন্দোলনকে গণঅভ্যুত্থানে রুপ দিতে পেরেছি। এছাড়াও কিশোরগঞ্জে আমাদের সাথে আন্দোলনে অনেক সাংবাদিক গুলিবিদ্ধ এবং আহত হয়েছে। ধন্যবাদ সাংবাদিক সমাজকে জুলুম আর ফ্যাসিবাদমুক্ত দেশ গড়তে আমাদের পাশে থাকার জন্য। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক ফারুকুজ্জামান ও শফিকুল ইসলাম নাঈমকে স্বকৃীত স্বরূপ সম্মাননা, জেলা ইউনিটির সাবেক সভাপতি রেজাউল হাবিব রেজাকে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সম্মাননা ও স্ব স্ব ক্ষেত্রে সৃজনশীল কাজে অবদানের জন্য স্থানীয় দুই প্রতিষ্ঠানকেও সম্মাননা প্রদান করা হয়। আরএইচ/ |