সিলেটের শাহপুর দক্ষিণপাড়ায় বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশ:
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ০৮:৫৫ রাত
নিউজ ডেস্ক |
![]()
সিলেট শহরতলীর শাহপুর দক্ষিণপাড়ার বিশিষ্ট মুরব্বি মরহুম আব্দুর রহমান ও এলাকার মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির গত ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার শাহপুর দক্ষিণপাড়া ঠিকাদার বাবুল মিয়ার বাড়িতে বিকাল ২টায় শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়েছে। আল ইত্তেহাদ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি হাফিজ কাজী জুনাইদ আহমদ ও বিশিষ্ট মুরব্বী আব্দুল ওয়াহাব ও বিশিষ্ট মুরব্বী কালা মিয়া’র পৃথক পৃথক সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জসিম উদ্দিন কোম্পানীগঞ্জী, হায়দরপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল হাই আল আজাদ, শাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা একরামুল হক ভাদেশ্বরী, মাওলানা সালাহ উদ্দিন হানাফী হবিগঞ্জী, তালুকদারপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ নুরুল আমিন, শাহপুর দক্ষিণপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি জুনাইদ আহমদ জালালাবাদী, শাহ খুররম কুরআনিক লার্নিং সেন্টারের পরিচালক মাওলানা জাহিদ বিন শাহনুর প্রমুখ। এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম নসিহত পেশ করেন। ওয়াজ মাহফিলে মরহুম আব্দুর রহমান সহ সকল জিন্দা, মুর্দা, রোগী, বিপদগস্থ ও প্রবাসী সহ সকলের জন্য এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন টুকেরগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ জসিম উদ্দিন কোম্পানীগঞ্জী। মাহফিলে হামদ ও নাত পরিবেশন করেন হাফিজ ক্বারী একরাম বিন মাহমুদ- কুলাউড়া। ওয়াজ মাহফিলে সর্বস্তরের মুসল্লিগণ উপস্থিত হয়ে মাহফিলকে সফল করায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ঠিকাদার বাবুল মিয়া। আরএইচ/ |