হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন
প্রকাশ:
০৭ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক |
হেফাজতে ইসলাম বাংলাদেশ মানিকগঞ্জ জেলা কমিটি গঠন (আংশিক) করা হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মানিকগঞ্জ জেলা কেন্দ্রীয় মসজিদে এ কমিটি গঠন করা হয়। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল-হাবীব, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশির উল্লাহ ও কেন্দ্রীয় সদস্য মাওলানা আলী আকব কাসেমী এর উপস্থিতিতে ও জেলার নেতৃবৃন্দ, উলামায়ে কেরাম ও সাধারণ দ্বীনদার মানুষের অংশগ্রহণে এ কমিটি গঠিত হয়। কমিটিতে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী প্রধান উপদেষ্টা, মুফতি শাহ সাঈদ নূর সভাপতি ও মুফতি শামসুল আরিফীন খান সা'দীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। অন্যান্য পদগুলো নিম্নরূপ- সিনিয়র সহ-সভাপতি: মাও. শেখ মুহা: সালাহউদ্দিন সহ-সভাপতি: মাওলানা আবদুল ওয়াহাব, সিংগাইর যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতি আবদুল হান্নান, মুফতি আবদুল্লাহ আল-ফিরোজ ও মাওলানা শামসুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: মাও. জুবায়ের হুসাইন ফয়জী প্রচার সম্পাদক: মাওলানা কারী ওবায়দুল্লাহ সহ-প্রচার সম্পাদক: মাওলানা রমজান মাহমুদ অর্থ সম্পাদক: মাও. শেখ মাহবুবুর রহমান আইন বিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট মাওলানা আরিফ সহ- আইন বিষয়ক সম্পাদক: মো. ওমর ফারুক ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৮.৩০ টায় খানকায়ে নুরিয়া আখতারিয়ায় গঠন হবে বলে জানানো হয়। হাআমা/ |