বিশ্ব ইজতেমা থেকে তাবলিগে বেরিয়েছে ২হাজার ১৫২ জামাত
প্রকাশ:
০৬ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
গতকাল (বুধবার, ৫ ফেব্রুয়ারি) ১২টায় দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় বিশ্ব ইজতেমার ৫৮তম আসর। এবার শুরায়ী নেজামের অধীনে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়। এ বছর ইজতেমার দুই পর্ব থেকে মোট ২ হাজার ১৫২ জামাত আল্লাহর রাস্তায় বেরিয়েছে ইসলাম প্রচারের উদ্দেশ্য নিয়ে। এই মহতি জামাতের মধ্য থেকে বেশ কিছু জামাত দেশের বাইরে ইসলামের দাওয়াত নিয়ে পাড়ি জমিয়েছেন। আর অধিকাংশ জামাত দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন। গতকাল আখেরি মোনাজাতের আগে তাদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান পেশ করেছেন মাওলানা আহমেদ লাট (ভারত)। বাংলায় ভাষান্তর করেছেন, মাওলানা উমর ফারুর। এমএইচ/ |