‘ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে হবে’
প্রকাশ:
০১ ফেব্রুয়ারি, ২০২৫, ০৭:০৫ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমীর আল্লামা সারওয়ার কামাল আজিজী বলেছেন, ফ্যাসিবাদী অপশক্তি ও পৃষ্ঠপোষক আধিপত্যবাদী ভারত বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত করে বিভিন্নমুখী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এ মুহূর্তে দেশপ্রেমিক ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় থাকতে হবে। আজ শনিবার (১ ফেব্রুয়ারী) রাজধানীর পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের মহাসচিব বিএম আমীর জিহাদীর সভাপতিত্বে "বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ" এর উপদেষ্টা পরিষদ ও মজলিসে শুরার যৌথ অধিবেশনে তিনি এসব কথা বলেন। আমীরে নেজাম আরও বলেন, তাকওয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী ছাত্রসমাজ কর্মীদের নববী আদর্শ ধারণ করে নিজেকে তৈরি হতে হবে। গত ১৬ বছরে ছাত্রলীগের ত্রাসময় শিক্ষাঙ্গনকে একটি সুন্দর ও সমৃদ্ধ ক্যাম্পাসের রূপ দিয়ে সকল ভয়কে উপেক্ষা করে মসৃণ পরিবেশ তৈরি করবে বলে ছাত্রসমাজের কাছে আশা করছি। সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র সমাজের শুভ্রা সদস্য ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, ছাত্র সমাজের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, যুগ্ম মহাসচিব মাওলানা মোস্তাফিজুর রহমান মাহমুদী, যুগ্ম মহাসচিব ডা. মাওলানা ইলিয়াস খান, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমীর মাওলানা আবু তাহের খান, দপ্তর সচিব ও ঢাকা মহানগর সেক্রেটারী মুফতী দ্বীনে আলম হারুনী, যুব বিষয়ক সচিব অধ্যাপক নজরুল ইসলাম চৌধুরী, মুফতি আতিকুর রহমান সিদ্দিকী, ইসলামী ছাত্রসমাজের সংগঠন সচিব সাকিবুল হাসান, প্রচার সচিব আব্দুল্লাহ আল মামুন, ছাত্র কল্যাণ সচিব অলি উল্লাহ আরজু, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তারেকুল ইসলাম, কাজ্বী মাজহার, ঈসা খান, আহমদ ইয়াসিনসহ প্রমুখ নেতৃবৃন্দ। অধিবেশনে আগামী তিনমাস ব্যাপি দাওয়াতী মাস হিসেবে ঘোষণা করা হয়। এ ছাড়া সাংগঠনিক কর্মতৎপরতার জন্য নির্দিষ্ট কর্মসূচীগুলো যথাসম্ভব পালনে সচেষ্ট থাকার জন্য বলা হয়। পরিশেষে দোআর মাধ্যমে অধিবেশন সমাপ্তি করা হয়। হাআমা/ |