গাজায় প্রাণ ফিরতে শুরু করেছে, উচ্ছ্বসিত ফিলিস্তিনিরা
প্রকাশ: ২৮ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

আবিদ আনাম
গাজায় চলছে যুদ্ধবিরতি। প্রাণ ফিরে পাচ্ছে গাজা। সোমবার পর্যন্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চলে ফিরেছেন তিন লাখেরও বেশি ফিলিস্তিনি। প্রায় ১৫ মাস পর নিজেদের এলাকায় ফিরতে পেরে উচ্ছ্বসিত উত্তর গাজার বাসিন্দারা।

যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি ও বন্দী বিনিময় চুক্তি কার্যকর হওয়ায় গাজায় ফিরতে শুরু করেছেন তারা।
গাজার জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে উত্তর গাজার এই বাসিন্দাদের বড় একটি অংশ এতদিন উপত্যকার দক্ষিণ ও মধ্যাঞ্চলে আশ্রয় নিয়েছিলেন। ৪৭০ দিন পর নিজেদের বাড়িতে ফিরেছেন তারা।
সোমবার সকাল থেকেই নেৎজারিম করিডোর দিয়ে উত্তর গাজায় আসতে শুরু করেন হাজার হাজার ফিলিস্তিনি। অনেকেই ঘোড়া কিংবা গাধার গাড়িতে নিজেদের মালপত্র নিয়ে আসেন। উত্তর গাজার কেন্দ্রীয় শহর গাজা সিটির প্রধান সড়কের একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে ‘গাজায় স্বাগতম’ লেখা ব্যানার টাঙানো ছিল এ সময়।
এদিকে ইসরায়েলকে ২০০০ পাউন্ডের বোমা সরবরাহের ওপর স্থগিতাদেশ আরোপ করেছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসব বোমা ব্যবহারে বেসামরিক জনগণের ব্যাপক ক্ষতি হতে পারে-এই আশঙ্কায় তিনি এই আদেশ দিয়েছিলেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই স্থগিতাদেশ তুলে দিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম মিত্র দেশ ইসরায়েল। ট্রাম্প ও বাইডেন দুজনেই ইসরায়েলের ঘোর সমর্থক। গাজায় সামরিক অভিযানের মাধ্যমে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস নির্মূলে ইসরায়েলি অভিযানের শুরু থেকেই মার্কিন সমর্থন ছিল। গাজায় মানবিক সংকট নিয়ে মানবাধিকার কর্মীরা তীব্র সমালোচনা করলেও ওয়াশিংটন তাতে পাত্তা দেয়নি। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহে নিষেধাজ্ঞার দাবি উঠলেও তা সফল হয়নি।

হুআ/