হাটহাজারী মাদরসায় বুখারি শরিফের আখেরি দরস সম্পন্ন
প্রকাশ: ২০ জানুয়ারী, ২০২৫, ০১:৩০ দুপুর
নিউজ ডেস্ক

রবিবার (১৯ জানুয়ারি)  বাদ মাগরিব দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার দাওরায়ে হাদীসের বুখারী শরীফের আখেরী দরস অনুষ্ঠিত হয়েছে। এশিয়ার অন্যতম এই ইসলামি শিক্ষাকেন্দ্রে আয়োজিত আখেরী দরস পরিচালনা করেন জামিয়ার শায়খে সানী, হযরত আল্লামা শোয়াইব জমিরী।

দারুল হাদীস মিলনায়তনে আয়োজিত এই আখেরী দরসে প্রায় আড়াই সহস্রাধিক তরুণ আলেম অংশ নেন। পিনপতন নিরবতার মধ্য দিয়ে সূচনা হয় হাদীস শাস্ত্রের সর্বাধিক নির্ভরযোগ্য গ্রন্থ বুখারী শরীফের চূড়ান্ত পাঠ। হাদীসের পুরো সনদসহ মতন পাঠ শেষে আল্লামা শোয়াইব জমিরী ছাত্রদের উদ্দেশে বুখারী শরীফ ও এর সংকলক ইমাম আবু আব্দিল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীরহ.-এর জীবন ও অবদান নিয়ে বিশদ আলোচনা করেন।

তিনি বলেন, ইমাম বুখারী রহ. দীর্ঘ ১৬ বছর সিয়াম সাধনার মাধ্যমে ৬ লক্ষ হাদীস থেকে নির্ভুলভাবে বাছাই করে ৭,২৭৫টি হাদীস সংকলন করেছেন। প্রত্যেক হাদীস লেখার আগে গোসল করে দুই রাকাত নামায আদায় করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন।

আল্লামা শোয়াইব জমিরী বিদায়ী আলেমদের উদ্দেশ্যে মূল্যবান নসীহত করেন। তিনি বলেন, কেন্দ্রীয় পরীক্ষার পর কর্মমুখর জীবনে প্রবেশ করবেন। জাতি আপনাদের কাছে নেতৃত্ব ও দিকনির্দেশনা প্রত্যাশা করে। সাহাবা, তাবেয়ী, মুহাদ্দিসীন এবং আকাবিরদের আদর্শ অনুসরণ করে আপনাদের দাওয়াত, ইলম, তাকওয়া ও খোদাভীতির মাধ্যমে জাতির পথপ্রদর্শক হতে হবে।

তিনি আরও বলেন, ইলমী দক্ষতা, আখলাক, ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতা দ্বারা জীবনকে শৃঙ্খলিত করতে হবে। যশ, খ্যাতি এবং লোভ-লালসা থেকে দূরে থেকে দ্বীনি খেদমত করতে হবে।

বয়ান শেষে আল্লামা শোয়াইব জমিরী প্রায় আড়াই সহস্রাধিক তরুণ আলেমকে হাদীসের ইজাযত প্রদান করেন। পরে বিশেষ দোয়া পরিচালনা করেন। দোয়ায় তিনি তরুণ আলেমদের হক্বের উপর অটল থাকা, বিপদাপদ থেকে হেফাজত, সুস্থতা এবং দ্বীনি খেদমতে জীবনের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

এই আখেরী দরস তরুণ আলেমদের জীবনে একটি অনন্য প্রেরণা হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেএল/