লেবানন থেকে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি
প্রকাশ:
১৪ জানুয়ারী, ২০২৫, ০৩:১৮ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি। আগামী ১৬ জানুয়ারি এসব বাংলাদেশির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৫৮ বাংলাদেশি বিমানযোগে দোহা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, লেবাননে যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিরা যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনছে সরকার। লেবানন থেকে এর আগে ১৭টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। কেএল/ |