তাবলিগের চলমান ইস্যুতে কাকরাইলে সংবাদ সম্মেলন আগামীকাল
প্রকাশ: ০৩ জানুয়ারী, ২০২৫, ০১:২৯ দুপুর
নিউজ ডেস্ক

|| আদিয়াত হাসান ||

সাধারণ তাবলিগের সাথীদের ওপর টঙ্গী ময়দানে সাদপন্থীদের হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবী, দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে সংবাদ সম্মেলন ডেকেছে শুরায়ী নেজামের দায়িত্বশীলরা।

গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

তিনি জানান, গত ১৭ ডিসেম্বর ২০২৪ দিবাগত রাতে সাদপন্থী কর্তৃক টঙ্গী ময়দানে হামলার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবী এবং দাওয়াত ও তাবলীগের চলমান ইস্যুতে কাকরাইল মারকাজ মসজিদে আগামী শনিবার (৪ জানুয়ারি) বেলা ১২টায় জরুরি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। 

প্রেস বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কোরাইশী, হেফাজতে ইসলামের মহাসচিব শায়েখ সাজিদুর রহমান, বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা মাহফুজুর হক, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা বাহাউদ্দিন জাকারিয়াসহ দেশবরেণ্য শীর্ষ ওলামায়ে কেরাম।

কেএল/