কাল হাইআতুল উলয়ার বৈঠক
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৪, ০৯:২৫ রাত
নিউজ ডেস্ক

|| হাসান আল মাহমুদ ||

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশের বৈঠক আগামীকাল বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা হাসিব টাওয়ারে সংস্থাটির অফিসে  সকাল ১০টায় এ বৈঠক শুরু হবে। বৈঠকে সংস্থাটির চেয়ারম্যান আল্লামা মাহমদুল হাসানসহ স্থায়ী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন।

আজ বুধবার সংস্থাটির অফিস ব্যাপস্থাপক মু. অছিউর রহমান সূত্রে আওয়ার ইসলাম বিষয়টি নিশ্চিত হয়েছে।

সূত্রে জানা যায়, কালকের বৈঠকে ২০২৪-২৫ সালের দাওরায়ে হাদিস (মাস্টার্স সমমান) পরীক্ষার মারকাযগুলো (কেন্দ্র), নেগরান-মুমতাহিনদের তালিকা চূড়ান্ত করা ও খাতা দেখার কেন্দ্র সম্পর্কে পর্যালোচনা করা হবে।

এছাড়া, সংস্থাটিতে পূর্বঘোষিত জনবল নিয়োগে আবেদনকারীদের থেকে কমিটির সুপারিশপ্রাপ্ত কর্মীদের নিয়োগের বিষয়ে চূড়ান্ত ফায়সালা করা হবে বলে জানা যায়।

হাআমা/