কুড়িগ্রামে হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা
প্রকাশ:
২২ ডিসেম্বর, ২০২৪, ১১:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক, বগুড়া শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কুড়িগ্রামে ১ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধপত্র দেওয়া হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার নাগেশ্বরী উপজেলার নেওয়াশী ইউনিয়নের পান্তা বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়ার ফ্রী মেডিকেল ক্যাম্পে ওই চিকিৎসাসেবা এবং ওষুধ দেওয়া হয়। নেওয়াশী ইউনিয়ন বিএনপি আয়োজিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাব সহ-সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা বিএনপির স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক কার্ডিওলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. ইউনুস আলী। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা নির্দেশনা দিয়েছেন- সেই নির্দেশনার ফলশ্রুতি আমাদের প্রোগ্রাম। ওনার নির্দেশনায় আছে কোন হিংসা না-প্রতিশোধ না। মানুষকে ভালোবাসতে হবে। বাংলাদেশের মানুষের ভালোবাসা, সমস্যা বলা, সমাধান করা- এই হচ্ছে প্রত্যয়। এ কর্মসূচির সভাপতিত্ব করেন উত্তর পন্তাবাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল হামিদ। উপস্থিত ছিলেন- সমাজসেবক শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মোহাম্মদ আব্দুল জলিল, খলিলুর রহমান, মোকাদ্দেস আলীসহ স্থানীয় বিএনপি এবং পেশাজীবী বিভিন্ন স্তরের মানুষ। |