লেখক ফোরাম ‘প্রতিবেদন সম্মাননা’ পেলেন আওয়ার ইসলামের কাউসার লাবীব
প্রকাশ:
২১ ডিসেম্বর, ২০২৪, ১২:১০ দুপুর
নিউজ ডেস্ক |
|| যাকারিয়া মাহমুদ || সাহিত্য ও সাংবাদিকতায় ‘প্রতিবেদন সম্মাননা’ পেলেন অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টফোর ডটকম-এর বার্তা সম্পাদক কাউসার লাবীব। শুক্রবার (২০ ডিসেম্বর) ঢাকার বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম আয়োজিত ’লেখক ফোরাম গ্রন্থ সম্মাননা-২০২৪’ অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। তার প্রতিবেদনের বিষয় ছিল, ‘মাদরাসা সংকটে পড়লে সমাধানের দায়িত্ব কার?’ সম্মাননা প্রদানকালে ফোরাম সভাপতি কবি মুনীরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিন ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরেণ্য লেখক ও মুহাদ্দিস মুহাম্মদ যাইনুল আবিদীন। এছাড়া উপস্থিত ছিলেন মাসিক আদর্শ নারীর সম্পাদক আবুল হাসান শামসাবাদী, লেখক অনুবাদক জুবাইর আহমদ আশরাফ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ গোলাম রাব্বানী, বার্তা টোয়েন্টিফোরের সহকারী সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের প্রতিষ্ঠাকালীন সভাপতি মুফতি এনায়েতুল্লাহ, ঢাকামেইলের বার্তা সম্পাদক ও ইসলামি লেখক ফোরামের সাবেক সভাপতি জহির উদ্দিন বাবর, আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক হুমায়ুন আইয়ুব, দৈনিক খবরের কাগজের ইসলাম বিভাগীয় প্রধান মিরাজ রহমান, লেখক সাংবাদিক মাসউদুল কাদিরসহ দেশবরেণ্য লেখক-সাহিত্যিক, সাংবাদিক-কলামিস্ট , শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম এবং ফোরামের কেন্দ্রীয় ও সাধারণ সদস্যবৃন্দ। প্রসঙ্গত, কাউসার লাবীবের জন্ম ঢাকার অদূরে শিল্প-সাহিত্যের নগরী নরসিংদী জেলায়। তার শিক্ষাজীবন শুরু হয়েছিল সদর থানার ‘শালিধা’ গ্রামের ভোরের মক্তবে। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি তার প্রবল আগ্রহ ছিল। প্রথম লেখা ছাপা হয় তুমুল জনপ্রিয় মাসিক পত্রিকা ‘আদর্শ নারী’তে। কিশোর বয়সেই তিনি মাসিক কাবার পথে, কিশোর কণ্ঠ, মাসিক আন-নাবা, সাপ্তাহিক লিখনীসহ বিভিন্ন জনপ্রিয় মাসিক ও সাপ্তাহিক পত্রিকায় নিয়মিত লিখতে শুরু করেন। তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেন রাজধানীর উচ্চতর গবেষণামূলক শিক্ষাপ্রতিষ্ঠান ‘শায়খ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার’-এ। পরবর্তীতে উচ্চতর আরবি ভাষা-সাহিত্য, হাদিস গবেষণা ও ইসলামি ফিকহ বিষয়ে তাখাসসুস করেন। পাশাপাশি লেখালেখি ও সাংবাদিকতায় ডিপ্লোমা করে নিজের পেশাগত দক্ষতা বৃদ্ধি করেন। কাউসার লাবীব তার কর্মজীবন শুরু করেন ইসলামি ঘরানার অনলাইন পত্রিকা ‘আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম’-এ। প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি এবং সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শেষে বর্তমানে তিনি পত্রিকাটির বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি দৈনিক যুগান্তর, দৈনিক কালের কণ্ঠ, দৈনিক আজকের পত্রিকা এবং দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন পত্রিকায় ফিচার ও প্রতিবেদন লিখে থাকেন। তিনি নিউইয়র্ক ভিত্তিক অনলাইন পত্রিকা ‘চ্যানেল-৭৮৬’-এও খণ্ডকালীন কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি লেখালেখি, অনুবাদ ও সম্পাদনার সাথেও যুক্ত আছেন। বাজারে তার সম্পাদিত ও অনূদিত বেশকিছু বই পাওয়া যায়। এছাড়া তিনি লেখকদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইসলামি লেখক ফোরাম’-এর দফতর ও পাঠাগার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। কাউসার লাবীব তার লেখালেখির মাধ্যমে দেশ ও ধর্মের সেবা করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত। তার লক্ষ্য লিখনীর মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং ভবিষ্যতে আরও গবেষণামূলক কাজ করে যাওয়া। এনএ/ |