টঙ্গীতে মুসল্লিদের ওপর হামলা : খুনিদের শাস্তির দাবি পটিয়া মাদরাসার মুহতামিমের
প্রকাশ: ১৯ ডিসেম্বর, ২০২৪, ১২:৫৫ দুপুর
নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে গতকাল শুরায়ে নেজাম ও মুসল্লিদের ওপর হামলা করেছে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

ন্যাক্কারজনক এ হামলায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করে নিন্দা জানিয়েছেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার মুহতামিম মুফতি আবু তাহের কাসেমী নদভী।

বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

তিনি বলেন, টঙ্গীর ইজতেমা মাঠে সা'দপন্থী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে। এতে পরিকল্পিত ভাবে তিনজন নিরপরাধ মুসল্লিকে হত্যা ও শতশত সাথীদের মারাত্মকভাবে আহত করা হয়েছে। ঘৃণ্যতম এ ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।

তাই এমন ঘৃণ্য ও বর্বরোচিত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত মূল হোতাদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে শুরায়ে নেজাম ও আলেমদের ওপর হামলা করে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

এনএ/