ইজতেমা নিয়ে যৌক্তিক আলোচনায় সমাধানের আহ্বান জামায়াত আমিরের
প্রকাশ:
১৮ ডিসেম্বর, ২০২৪, ০১:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক গাজীপুরের টঙ্গীর ইজতেমা নিয়ে সংঘটিত ঘটনায় তিনজন মুসল্লির নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান চান জামায়াতের আমির। বুধবার সংগঠনটির ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। ওই পোস্টে বলা হয়, ‘আজ ভোর রাতে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে তাবলীগ জামায়াতের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৩ জন মুসল্লির ইন্তিকালে আমরা গভীরভাবে মর্মাহত। মহান আল্লাহর দ্বীনের স্বার্থে সংশ্লিষ্ট সকলকে সবর করার এবং শান্ত থাকার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাই। বিষয়টি যৌক্তিক আলাপ-আলোচনার মাধ্যমে সমাধান হোক তাই কামনা করি। যারা নিহত হয়েছেন, মহান আল্লাহ তাদের উপর রহম করুন, ক্ষমা করুন এবং জান্নাত নসীব করুন। আল্লাহ তা'য়ালা আহত ভাইদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। দেশ এবং উম্মাহর স্বার্থে সকলেই ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা রাখি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমীন। |