পাঁচবিবি সীমান্তে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বৃদ্ধার লাশ উদ্ধার
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:৪৪ দুপুর
নিউজ ডেস্ক

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবিতে সীমান্ত পিলারের পাশ থেকে শ্যামচরণ পাহান (৬২) নামে এক নৃ-গোষ্ঠী বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের তাজপুর এলাকার সীমান্ত ২৭৮ মেইন পিলারের ৪৭ সাব-পিলারের পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধা উপজেলার তাজপুর গ্রামের মৃত জিতু পাহানের ছেলে । খবর পেয়ে বিজিবি,পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় ও পরিবার সূত্র জানা যায়, দীর্ঘদিন যাবত শ্যামচরনের মাথায় গন্ডগোল থাকায় পরিবারের লোকজন তাকে প্রায়ই শিকলবন্দী করে রাখত। সোমবার রাতের খাবার খেয়ে ঘরে ঘুমাতে যায়। কখন সে বাড়ির বাইরে চলে গেছে- কেউ বলতে পারে না। মঙ্গলবার সকালে স্থানীয় কৃষক মাঠে কাজ করতে গিয়ে আলুর ক্ষেতে তার লাশ দেখতে পায়।

পাঁচবিবি থানার ওসি কাওছার আলী বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।