বগুড়ায় কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষ বিতরণ
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ১১:২৮ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ায় বৃক্ষ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা কমিটির উদ্যোগে মঙ্গলবার  জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনি সভাপতিত্ব করেন। সঞ্চলনা করেন সদস্য সচিব এনামুল হক সুমন।

প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা।

বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, বগুড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহিদ-উন- নবী সালাম, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বগুড়া জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক  আবু বকর সিদ্দিক, আইনজীবী সানাউল সায়েম সুমন, জাহিদুল ইসলাম মালেক, সামিউল আলম সামি, সদর উপজেলা কৃষকদলের আহ্বায়ক আব্দুস সালাম খান রুবেল, সদস্য সচিব রফিকুল ইসলাম, শাজাহানপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক রেজাউল তালুকদার, সদস্য সচিব আজিজুল হক, কৃষক নেতা ফিরোজ সারোয়ার, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, মন্তেজার রহমান,  রুবেল কাজি, সাইদুল ইসলাম, সহিদুল ইসলাম, ওয়ারেস কুরানি, এনামুল হক রিপন, মাহবুর  রহমান মাফু, মোকলেছুর রহমান বাবু, আব্দুল করিম, আব্দুল ওয়াহাব, রাব্বু, আমিনুল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, জিয়াউর রহমান তালুকদার টুটুল,মো. দিপু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। পরিবেশ দূষণের কারণে মানুষের জীবনযাপনের মান অবনতির দিকে ধাবিত হচ্ছে। তাই আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচাতে হলে সবুজ বিপ্লব ঘটাতে হবে।