কাকরাইল মসজিদে শুরু হচ্ছে ওলামা সম্মেলন
প্রকাশ: ১৮ ডিসেম্বর, ২০২৪, ১০:২৪ দুপুর
নিউজ ডেস্ক

আজ বেলা ১১টায় কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন করবে শুরায়ে নেজামীর সাথীরা।

একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জনা যায়,  টঙ্গী ইজতেমার ময়দানে রাতের অন্ধকারে সাদপন্থীদের অতর্কিত হামলায় নিহত, আহত ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনার প্রেক্ষিতে করণীয় নির্ধারণে বেলা ১১টায় কাকরাইল মসজিদে ওলামা সম্মেলন।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে শুরায়ে নেজাম ও আলেমদের ওপর হামলা করে সাদপন্থিরা। হামলায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় শতাধিক।

এনএ/