আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর জীবন ও কর্ম সম্মেলন আগামীকাল
প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৪, ০৭:১৩ বিকাল
নিউজ ডেস্ক

রাহবারে মিল্লাত, বাংলার মাদানী আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. জীবন ও কর্ম আলোচনার উদ্যোগ নিয়েছে জামিয়া মাদানিয়া বারিধারার ছাত্র সংসদ ‘আবনায়ে বারিধারা’ ।

আগামীকাল সোমবার (১৬ ডিসেম্বর) সকালে জামিয়ার আল কাসিম মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আবনায়ে বারিধারা সম্মেলন’ নামে এ অনুষ্ঠানটি।  

এদিকে জামিয়া মাদানিয়ার নবীণ-প্রবীণ সকল ফুযালা ও ত্বলাবাদের উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান করেছেন আবনায়ে বারধিারার সভাপতি মাওলানা বশির আহমাদ ও সাধারণ সম্পাদক মাওলানা জাবের কাসেমী।

এনএ/