ভোলা জেলা উলামা তলাবার কমিটি গঠন; সভাপতি আবুল ফাতাহ, সেক্রেটারি জাবের
প্রকাশ:
১৪ ডিসেম্বর, ২০২৪, ০৫:২৫ বিকাল
নিউজ ডেস্ক |
ঢাকাস্থ ভোলার আলেমদের সামাজিক প্ল্যাটফর্ম ‘ভোলা জেলা উলামা তলাবা’র ২০২৫-২০২৬ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে বিশিষ্ট লেখক ও গবেষক, জামিয়া কাসেম নানুতবির মুহাদ্দিস মাওলানা আবুল ফাতাহ কাসেমীকে সভাপতি, রাজধানীর মারকাযু শাইখিল ইসলাম আল মাদানির শিক্ষাসচিব ও আফতাবনগর বি ব্লক মসজিদের খতিব মাওলানা ফরীদুদ্দীন আল মাদানিকে সিনিয়র সহসভাপতি ও জামিয়া নুরিয়া কাসেমুল উলুমের মুহাদ্দিস মাওলানা জাবের মাহমুদকে সেক্রেটারি করে ১৬ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। শুক্রবার (১৩ ডিসেম্বর) বাদ মাগরিব রাজধানীর পল্টনে আল-বারাকাহ হজ্ব ট্রাভেলসের অফিসে অনুষ্ঠিত এক বৈঠকে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন মাওলানা নুরুদ্দিন, মুফতি মেসবাহুল হক, মুফতি ইমদাদুল্লাহ, মাওলানা হাসিব আর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক: মুফতি আবু বকর , সহকারী সাধারণ সম্পাদক: মুফতি বিন-ইয়ামিন সানিম, মুফতি উসমান বিন আ. আলীম, অর্থ সম্পাদক: মাওলানা আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক: মাওলানা হাম্মাদ বিন মোশাররফ, দপ্তর সম্পাদক: মাও. হেলাল উদ্দিন রুমি, সহকারী দপ্তর সম্পাদক: মাও. আখতার হোসাইন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: আশরাফুল হক সহকারী শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক: মাও. আনোয়ার সাহেব, প্রচার সম্পাদক: মুফতি উসমান বিন আ. আলীম সহকারী প্রচার সম্পাদক: মাওলানা কিফায়াতুল্লাহ বিন সাইফ , মাওলানা হেলাল রুমি, মিডিয়া সম্পাদক: মাওলানা তামজিদ হাসান, ছাত্র কল্যাণ সম্পাদক: মুফতি আহমাদুল্লাহ আব্বাস, সহকারী ছাত্র কল্যাণ সম্পাদক: মুফতি নুরুল্লাহ মাহমুদ, দাওয়া ও সেবা বিষয়ক সম্পাদক: মুফতি ইসমাঈল , সহ দাওয়া ও সেবা বিষয়ক সম্পাদক: মাও. ইবরাহীম সোহাগ, নির্বাহী সদস্য: মাওলানা উমায়ের ও মাও. জুলফিকার মাহমুদ। উল্লেখ্য, ভোলা জেলা উলামা তলাবা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। ২০২১ সালে ঢাকাস্থ ভোলার আলেমদের নিয়ে গঠিত হয়েছে। সামাজিক বিভিন্ন ইস্যু ও ভোলার আলেমদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন কাজ আঞ্জাম দিয়ে যাচ্ছে আলেমদের এ সংগঠন। হাআমা/ |