মাত্র ৯ মাসে কোরআনের হাফেজা হলেন ৬ বছরের সাফিয়্যা
প্রকাশ:
১৩ ডিসেম্বর, ২০২৪, ০৯:০৩ রাত
নিউজ ডেস্ক |
মাত্র ৯ মাসেই কোরআনের হাফেজা হয়ে বিস্ময় সৃষ্টি করেছে ৬ বছর চার মাস বয়সি সাফিয়্যা বিনতে মুহাম্মাদ আবুল খায়ের। তার এ কৃতিত্বে তার পরিবার, এলাকাবাসী ও শিক্ষকরা অভিভূত। শুক্রবার (১৩ ডিসেম্বর) সাফিয়ার হাফেজা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তার শুভাকাঙ্ক্ষী উপস্থাপক ও আলোচক মামুন চৌধুরী। তিনি জানান, সাফিয়্যার মা হাফেজা ও আলেমা। তার দিকনির্দেশনায় সাফিয়্যার চার বোন ও দুই ভাই হাফেজ হয়েছেন। তারা সবাই পাঁচ থেকে সাত বছর বয়সে হাফেজ হয়েছেন। এমন ছোট বয়সে কোরআন মুখস্থ করে সাফিয়্যা এখন একটি অনুপ্রেরণা হয়ে উঠেছে। তার এই অর্জন কেবল তার পরিবারের জন্য নয়, বরং সমাজের সকলের জন্যও একটি বড় উদাহরণ। উল্লেখ্য, রাজধানী ঢাকায় মিরপুরে অবস্থিত মাদরাসাতুস সুফফা থেকে কোরআন মুখস্থ করে সাফিয়্যা। এর আগে একই মাদরাসায় এক বছর কোরআন শরিফ নাজেরা (দেখে দেখে পড়া) পড়ে। এনএ/ |