কাল মুফতি আমিনী রহ. জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা
প্রকাশ:
১১ ডিসেম্বর, ২০২৪, ০৯:৩৬ রাত
নিউজ ডেস্ক |
আব্দুস সামাদ আজিজ, লালবাগ প্রতিনিধি: আগামীকাল ১২ই ডিসেম্বর-২০২৪ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতির অন্যতম রাহবার, মুজাহিদে মিল্লাত হযরত মুফতি ফজলুল হক আমিনী রহ- এর ‘‘জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করবেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান শাইখুল হাদিস মাওলানা আব্দুল কাদির। দলটির সহকারী মহাসচিব মুফতি সাইফুল্লাহ হাবীবী প্রস্তুতি বিষয়ে আওয়ার ইসলামকে জানান, আলহামদুলিল্লাহ! আগামীকালকের সমস্ত আয়োজন সম্পন্ন। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমিনী কাফেলা অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে রওয়ানা হয়েছেন। গুরুত্বপূর্ণ এই প্রোগ্রামে বক্তব্য রাখবেন দেশের সবগুলো রাজনৈতিক দলের প্রতিনিধিগণ। ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী সাখাওয়াত হোসাইন রাজী আলোচনা সভা ও দোয়া মাহফিল সফল করতে দেশ ও প্রবাসের সকল আমিনী ভক্তের প্রতি আহবান জানিয়েছেন। হাআমা/ |