কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ৩ ফেব্রুয়ারি
প্রকাশ:
১১ ডিসেম্বর, ২০২৪, ০৭:৫৪ বিকাল
নিউজ ডেস্ক |
|| হাসান আল মাহমুদ || কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর ৪৮ তম কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি রোজ সোমবার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ( ১০ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে বেফাক। বোর্ডটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বেফাক জানায় ‘এতদ্বারা বেফাকভুক্ত মাদরাসাসমূহের মুহতামিমগণকে জানানো যাচ্ছে যে, বিগত ০২/০৬/১৪৪৬ হি. মোতাবেক ০৫/১২/২০২৪ ঈ. তারিখে অনুষ্ঠিত মজলিসে খাসের সভায় অনিবার্য কারণবশত আসন্ন ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষা শুরুর পূর্বঘোষিত তারিখ আগামী ০২ ফেব্রুয়ারী ২০২৫ ঈ. এর স্থলে ০৩ ফেব্রুয়ারী ২০২৫ ঈ. রোজ সোমবার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।’ উক্ত সিদ্ধান্তানুযায়ী ৪৮তম কেন্দ্রীয় পরীক্ষার রুটিন পরবর্তীতে প্রকাশ করা হবেও বলে জানায় বোর্ডটি। হাআমা/ |