বগুড়ায় সড়কে মিলল অজ্ঞাত পরিচয় লাশ
প্রকাশ:
০৭ ডিসেম্বর, ২০২৪, ০২:১৯ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক, বগুড়া বগুড়া, বগুড়ার শাহজাহানপুরে সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোর তিনটার দিকে শাজাহানপুরের সাজাপুরের ঢাকা-বগুড়া মহাসড়কের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক মোহাম্মদ আল-আমিন। ভোরে শাজাহানপুরের সাজাপুরে মহাসড়কে এক ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের রাত্রিকালীন ডিউটি টিম। সেখানে গিয়ে তারা দেখতে পান একটি মরদেহ রাস্তার পিচের সঙ্গে পিষ্ট হয়ে রয়েছে। লাশ শনাক্ত করার কোন উপায় নেই। পরে টহল টিম লাশের মাংসপিণ্ডগুলো একত্রিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক আলামিন জানান, লাশের এমন অবস্থা যে, শনাক্ত করার কোনো উপায় নেই। লাশের সুরতহাল শেষে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। |