ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ পরশুরামে আলেমদের বিক্ষোভ
প্রকাশ: ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৪০ দুপুর
নিউজ ডেস্ক

ফেনী প্রতিনিধি

ফেনীর পরশুরামে বিলোনিয়া স্থলবন্দরে ভারতীয় উগ্রবাদীদের বাংলাদেশবিরোধী স্লোগান, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার ও সন্ত্রাসী সংগঠন ইসকন নিষিদ্ধের দাবিতে উপজেলার জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গণজমায়েত ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে গণজমায়েতে সভাপতিত্ব করেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উপজেলা সভাপতি ও পরশুরাম ফারুকিয়া মাদ্রাসার সহকারী পরিচালক মুফতি আব্দুর রহিম।

উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোবারক হোসাইন নুরপুরীর সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন উপদেষ্টা মাওলানা কাজী গোলাম কিবরিয়া, ইসলামী আন্দোলনের পরশুরাম উপজেলা সভাপতি মাওলানা হারুন, সহসভাপতি ও নূরানী তালিমুল কোরআন বোর্ড পরশুরাম শাখা সেক্রেটারি মাওলানা আবু তাহের, পরশুরাম উপজেলা মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন, ইসলামী আন্দোলনের পরশুরাম উপজেলা সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, জামায়াতে ইসলামীর মির্জানগর ইউনিয়ন আমীর মাওলানা ইউসুফ আশেকী, উপজেলা জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা সাঈদুর রহমান আশ্রাফী, দপ্তর সম্পাদক ক্বারী আবদুল্লাহ, সহ-প্রচার সম্পাদক মাওলানা আব্দুর রহিম পরশুরামী প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারত এমন একটি দেশ যার সাথে প্রতিবেশী কোন রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। ভারত আমাদের কখনো বন্ধু ছিল না। স্বৈরাচারী হাসিনার পতনের পর ভারতের অবৈধ স্বার্থে আঘাত আসায় তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা করছে। পলাতক হাসিনা ও আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন ইসকনসহ তাদের দালালদের ব্যবহার করে একের পর এক দেশবিরোধী ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকার এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।