হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করায় সহজ উপায়
প্রকাশ:
০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৮ বিকাল
নিউজ ডেস্ক |
অনেকেই হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করতে চান। অ্যাপটির নিজস্ব কল রেকর্ড ফিচার না থাকলেও থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করে খুব সহজে কল রেকর্ড কার যায়। ‘কিউব এসিআর’ নামের রেকর্ডিং অ্যাপ হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করতে পারে। শুধু তাই নয়, অন্যান্য প্ল্যাটফর্মেও এর মাধ্যমে কল রেকর্ড করা সম্ভব। এছাড়া আরও বেশ কিছু এমন অ্যাপ আছে। যেভাবে থার্ড পার্টি অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপের কল রেকর্ড করবেন- এজন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে কিউব এসিআর, সালেসট্রেইল অথবা এসিআর কল রেকর্ডার কিংবা আপনার পছন্দ মতো কল রেকর্ডিং অ্যাপ ডাউনলোড করে নিন। এবার কল রেকর্ডিং অ্যাপকে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে। কিছু অ্যাপের ক্ষেত্রে তো ম্যানুয়ালি কল রেকর্ডিং এনেবল করতে হতে পারে। একবার সেট-আপ হয়ে গেলে ওই অ্যাপ নিজে থেকেই হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে শুরু করে দেবে। এনএ/ |