কাল রাজধানীর ৬ থানা নিয়ে গঠিত হেফাজতে ইসলামের পল্টন জোনের কাউন্সিল
প্রকাশ: ০৪ ডিসেম্বর, ২০২৪, ০৬:৪৬ বিকাল
নিউজ ডেস্ক

কাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানী ঢাকার ৬ থানা নিয়ে গঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশ’র পল্টন জোনের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ থানা হচ্ছে মতিঝিল, রমনা, শাহবাগ, হাতিরঝিল, ওয়ারী ও পল্টন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের আহ্বায়ক মুফতি ইমরানুল বারী সিরাজীর সভাপতিত্বে সকাল ৭ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এ কাউন্সিল অনুষ্ঠিত হবে।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ আল হাবিব। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাইখুল হাদিস আল্লামা মুহাম্মদ মামুনুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি বশির উল্লাহ, মাওলানা ফজলুল করিম কাসেমী, মুফতি আজহারুল ইসলাম, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমিন, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি জাবের কাসেমী, মুফতি মোহাম্মদ শরিফুল্লাহ, মুফতি মোহাম্মদ ফয়সাল।

কাউন্সিলে অংশ নিতে দাওয়াত করেছেন মুফতি জুবায়ের রশিদ (যুগ্ম আহবায়ক), মাওলানা আব্দুল্লাহ মাসউদ খান (যুগ্ম আহবায়ক) ও মাওলানা এহতেশামুল হক সাখী (সদস্য সচিব)।

হাআমা/