চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর
প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৪, ০৮:১৬ রাত
নিউজ ডেস্ক

চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।

চট্টগ্রামে ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে হওয়া হামলায় এক আইনজীবী নিহত হওয়ার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) তার ফেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান তিনি।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ‘সর্বস্তরের মুসলিমদের বলব, সর্বোচ্চ ধৈর্য ধারণ করুন। কোনো প্রকার চক্রান্তের ফাঁদে পা দেওয়া সমীচিন হবে না।’

আইনজীবী নিহতের প্রসঙ্গে তিনি বলেন ‘তরুণ আইনজীবী সাইফুল ইসলামের নৃশংস হত্যাকারীদের দ্রুততার সাথে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা সরকারের আশু কর্তব্য। দেশকে অস্থিতিশীল করতে চাওয়া উগ্রদের থামানোর ব্যাপারে কোনোরূপ দ্বিধা করা যাবে না।’

হাআমা/