রাজধানীর ৮ সড়কে অটোরিকশা চালকদের অবরোধ
প্রকাশ:
২১ নভেম্বর, ২০২৪, ১১:২৩ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বন্ধের নির্দেশের প্রতিবাদে কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে বন্ধ হয়ে গেছে যান চলাচল, ভোগান্তিতে পড়েছেন মানুষজন। বৃহস্পতিবার সকালে আগারগাঁও, কল্যাণপুর, গাবতলী, টেকনিক্যাল, মহাখালী, মোহাম্মদপুর, পল্লবী, ডেমরা এলাকায় অটোরিকশা চালকরা সড়ক বন্ধ করে দেন। এতে ওইসব সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন স্কুল-কলেজ, অফিসগামী যাত্রীরা। এর আগে মঙ্গলবার ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ করতে নির্দেশ দেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, দুই সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ বিবাদীদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে বুধবারও কয়েক এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। এদিন দয়াগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান তারা। এতে দুই পুলিশ সদস্য আহত হন। রিকশাচালকরা ওই দিন কয়েক ঘণ্টা রাজধানীর কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকার মধ্যবর্তী স্থানে আন্দোলন করেন। প্রসঙ্গত, বর্তমানে প্রায় ১৩ লাখ রিকশা চলাচল করছে রাজধানীতে। যার বড় একটি অংশ ব্যাটারিচালিত। পুরাতন প্যাডেলচালিত অনেক রিকশায় ব্যাটারি লাগিয়ে যান্ত্রিক করা হচ্ছে। |