নকীব পদক সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক: ধর্ম উপদেষ্টা
প্রকাশ:
২০ নভেম্বর, ২০২৪, ০৮:৫৪ রাত
নিউজ ডেস্ক |
![]()
২১ বছর ধরে শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব ধারাবাহিক প্রকাশিত হওয়া এবং এই পরিবারের উদ্যোগে পদক প্রদান অনুষ্ঠানে গুণীজনকে সম্মাননা দেওয়া সাহিত্য চর্চার ক্ষেত্রে একটি বিরাট মাইলফলক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বুধবার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার নকীব পদক লাভ করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এবং ঢাকা মেইলের বার্তা সম্পাদক ও বিশিষ্ট লেখক-সাংবাদিক জহির উদ্দিন বাবর। এছাড়া অনুষ্ঠানে মাসিক নকীবের জাতীয় কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা বলেন, ৫০ বছর আগে আলেমদের মধ্য থেকে কোনো ভালো লেখক, অনুবাদ পাওয়া যেতো না। পাওয়া যেতো না ভালো কোনো গল্পকার অথবা কবি। কিন্তু মহান আল্লাহর শোকর, এখন ভালো অনুবাদক, লেখক উঠে আসছে এবং ভালোমানের কাজ করছেন অনেকেই। উপদেষ্টা মাসিক নকীবের দীর্ঘ একুশ বছর পথচলাকে সাধুবাদ জানান। আশা প্রকাশ করেন যে, নকীব পত্রিকার মাধ্যমে একদল শক্তিশালী আলেম লেখক তৈরি হবে, যারা আগামীতে মূলধারায় সাহিত্যের ময়দানে সম্মানিত স্থান অলঙ্কৃত করবেন।
হাআমা/ |