ফরিদপুরের ভাঙ্গায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সিরাত কনফারেন্স অনুষ্ঠিত
প্রকাশ:
১৯ নভেম্বর, ২০২৪, ০২:৪৪ দুপুর
নিউজ ডেস্ক |
সামাজিক ও শিক্ষামূলক সংগঠন খিদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত এসএসসি ও দাখিল পরীক্ষা ২০২৪ এর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে কৃতি সংবর্ধনা, সিরাত কনফারেন্স অনুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০ টায় কাউলীবেড়া কাজী ওলীউল্লাহ উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে কুরআন তিলাওয়াতের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা শফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবু মুসা, মাওলানা তাসলিম প্রমূখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউলীবেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হাসনাত দুদু মিয়া। উপস্থিত ছিলেন ভাঙ্গা থানার সমাজসেবা অফিসার মোঃ মামুনুর রশিদ। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর অন্যান্য উপদেষ্টা, নির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রোগ্রামে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকগন এসে অভিভূত ও উৎফুল্লিত হয়। আগত অতিথিবৃন্দ এমন দৃষ্টিনন্দন ও অর্থবহ প্রোগ্রামটির ধারাবাহিকতা অব্যহত রাখার জন্য অনুরোধ করেন। পরবর্তীতে ক্রেস্ট, ও গিফট বক্স বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়। কেএল/ |