অল্পে বেঁচে গেলেন চিত্রনায়ক রুবেল
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৪, ১২:৩৯ দুপুর
নিউজ ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ রুবেল। এছাড়াও আহত হয়েছেন তার সাথে থাকা আরো ৭ জন।

শনিবার বেলা ১১টার দিকে মাদারীপুরের কলবাড়ি এলাকায় এদুর্ঘটনা ঘটে। রুবেলকে বহনকারী মাইক্রোবাসকে একটি পরিবহন চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়েছে গাছের সাথে ধাক্কা লাগে। পরে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে রুবেলসহ আহতদের উদ্ধার করে মাদারীপুর হাসপাতালে নিয়ে যায়। তবে প্রাথমিক চিকিৎসা থেকে রুবেলসহ তিনজনকে ঢাকায় পাঠানো হয়। তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসক দাবি করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঢাকা থেকে পটুয়াখালীর আমতলী এলাকায় একটি ক্লাবের উদ্বোধন করার জন্য নায়ক রুবেল ও তার সহযোগীরা মাইক্রোবাস যোগে যাচ্ছিলেন। মাদারীপুর সদর উপজেলার কলাবাড়ি এলাকায় তাদের বহনকারী মাইক্রোটি পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহন তাদের মাইক্রোবাসটিকে চাপ দেয়। তখন রুবেলের বহনকারী মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়।

এ ব্যাপারে রুবেলের সফরসঙ্গী সাইফুল ইসলাম বলেন, অল্পের জন্যে আমরা প্রাণে বেঁচে গেছি। পরিবহনটি আমাদের মাইক্রোটিকে চাপ দিলে আমাদের চালক গাছের সাথে লাগিয়ে রক্ষা করার চেষ্টা করেছে। এতে আমরা মোটামুটি সবাই কম বেশি আহত হয়েছি। তবে আমাদের নায়ক রুবেল স্যার তেমন গুরুতর আহত হয়নি। তাকে ঢাকায় নিয়ে যাচ্ছি। আমাদের দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইমরানুর রহমান সনেট বলেন, প্রাথমিক চিকিৎসা দিয়ে নায়ক রুবেল আর তার কয়েকজন সঙ্গীকে ঢাকায় পাঠিয়েছি। গুরুতর কোন জখম নেই নায়ক রুবেলের। তবে তার সহযোগী কয়েকজনের জখম আছে। তাদের চিকিৎসা চলছে।

মস্তফাপুর হাইওয়ে থানার পুলিশ উপ-পরিদর্শক আরব আলী বলেন, আমাদের কাছে ৯৯৯-থেকে ফোন আসার সাথে সাথে আমরা ঘটনাস্থলে চলে আসি। এসে দেখি, নায়ক রুবেলকে একটি ভ্যানে বসানো। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরিবহনটিকে চিহ্নিত করা যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক রুবেল কোন কথা বলতে রাজি হননি।