রাসূল (সা.)-এর রওজা জিয়ারতে নতুন নির্দেশনা
প্রকাশ:
১৫ নভেম্বর, ২০২৪, ০৯:১৫ রাত
নিউজ ডেস্ক |
রাসুল (সা.)-এর রওজা শরিফ জিয়ারতে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এখন থেকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে। সেই সঙ্গে বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। শুক্রবার সৌদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, এখন থেকে অনুমতি ছাড়া রওজা শরিফে প্রবেশ করা যাবে না। অতিরিক্ত ভিড় কমাতে এবং অনিয়ম বন্ধ করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া বছরে একবারের বেশি রওজা শরিফ পরিদর্শন করা যাবে না। পাশাপাশি পরিদর্শনের জন্য অপেক্ষার সময় কমিয়ে এক ঘণ্টা করা হয়েছে। প্রসঙ্গত, সৌদি সরকারের হিসাবে চলতি বছর ১ কোটির বেশি মুসলিম রওজা জিয়ারত করেছেন, যা গত বছরের চেয়ে ২৬ শতাংশ বেশি। হাআমা/ |