সাতকাছেমিয়া মাদরাসায় তিন দিনব্যাপী সম্মেলন আগামীকাল থেকে শুরু
প্রকাশ:
১৪ নভেম্বর, ২০২৪, ০৫:১৫ বিকাল
নিউজ ডেস্ক |
আবদুল্লাহ নুর পিরোজপুরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসায় শুরু হচ্ছে ‘ইসলামি সম্মেলন।’ মাদরাসা সূত্রে জানা যায়, ১৫, ১৬ও ১৭ নভেম্বর (শুক্র,শনি ও রবিবার) মাদরাসা প্রাঙ্গণে ৮৪ তম বার্ষিক ইসলামী সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনে সভাপতিত্ব এবং হাফেজ ও দাওরায়ে হাদীস(মাস্টার্স সমমান) উত্তীর্ণ ছাত্রদের পাগড়ী সম্মাননা প্রদান করবেন আল্লামা মুশতাক আহমাদ (মুহতামিম দারুল উলুম খুলনা) প্রথম দিন বয়ান করবেন, মুফতি উসমান গণী মুসাপুরী ও এমদাদুল ইসলাম রংপুরী দ্বিতীয় দিন মুফতি ইসমাইল ইব্রাহীম কাতারী, মুফতি উবায়দুর রহমান হুজায়ফী, মুফতি ওয়াহীদুল ইসলাম ও মুফতি ইমতিয়াজ মাসরুর কাসেমি। এদিকে সম্মেলনে যোগ দিয়ে উভয় জাহানের কল্যাণ অর্জনের আহ্বান জানিয়েছেন মাদরাসার মুহতামিম ও খিলগাঁও পাকা মসজিদের ইমাম মাওলানা মুস্তাফিজুর রহমান । হাআমা/ |